সাধারণ জ্ঞান পর্ব-৪
কোন সভায় বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ? উত্তর: ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায়।
কোন বিধির আলোকে পাহাড়ি জাতিসত্তার মানুষের স্বতন্ত্র বৈশিষ্ট্যের স্বীকৃতি দেয়া হয়েছে? উত্তর: পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০।
‘হিজবুল্লাহ' কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন? উত্তর: লেবানন।
সম্প্রতি কোন দেশ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে? উত্তর: অস্ট্রেলিয়া।
কত তারিখে ভারতের কৃষি আইন প্রত্যাহার বিল কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদন লাভ করে?
উত্তর: ২৪ নভেম্বর, ২০২১।
যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল ডেমোক্রেসি সম্মেলনে মধ্যপ্রাচ্য থেকে কোন দুটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে? উত্তর: ইরাক ও ইসরায়েল।
ইসরায়েলি কোন সংস্থার বিরুদ্ধে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ডিভাইস হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়েছে? উত্তর: : এনএসও গ্রুপ।
এনএসও গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে কোন প্রতিষ্ঠানটি? উত্তর: অ্যাপল।
আসিয়ানভুক্ত দেশগুলো এশিয়ার কোন অংশে অবস্থিত? উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া।
২০২১ সালে খেলোয়ার শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন কোন খেলোয়ার?
উত্তর: মাহমুদউল্লাহ রিয়াদ।
কতটি দেশকে ডিসেম্বর-২০২১ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ভাচ্যুয়াল ডেমোক্রেসি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে? উত্তর: ১১০টি।
ভার্চুয়াল ডেমোক্রেসি সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হবে? উত্তর: ৯-১০ ডিসেম্বর, ২০২১।
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ফরম্যাট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ কত তারিখে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেন? উত্তর: ২৪ নভেম্বর, ২০২১ ।
সাধারণ ধর্ম থাকে কোন কর্মধারয় সমাসে? উত্তর: উপমান কর্মধারয় সমাস।




No comments