সাধারণ জ্ঞান পর্ব-৩
কোন দেশে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে? উত্তর: দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির নাম কী?
উত্তর: ওমিক্রন (বি.১ ১.৫২৯)
বেসামরিক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে সুদানের সেনাবাহিনীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকের সমঝোতা চুক্তি হয়েছে কত তারিখে? উত্তর: ২১ নভেম্বর, ২০২১।
জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন কে? উত্তর: আনালিনা বেয়ারবক।
আনালিনা বেয়ারবক-এর রাজনৈতিক পরিচয় কী? উত্তর: গ্রিন পার্টির কো-লিডার।
Government is the organization or machinery of the state-উক্তিটি কার? উত্তর: অধ্যাপক গেটেল।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম কী? উত্তর: SPA (Saudi Press Agency)
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? উত্তর: ফ্রেডেরিক উইন্সলো টেলর।
কোন দেশে প্রথম গণতন্ত্রের সূত্রপাত ঘটে? উত্তর: গ্রিস।
ASEM-এর পূর্ণরূপ কী? উত্তর: Asia-Europe Meeting
ASEM কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৯৬ সালে।
ASEM-এর বর্তমান সভাপতি কোন দেশ? উত্তর: কম্বোডিয়া।
EASEM-এর ১৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: নমপেন, কম্বোডিয়া।
ASEM-এর ১৩তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর: ২৫-২৬ নভেম্বর, ২০২১।
ASEM-এ মোট কতটি দেশ ও সংস্থা রয়েছে? উত্তর: ৫৩টি (৫১টি দেশ ও ২টি সংস্থা)।
‘তৈলচিত্রের ভূত’ গল্পটি কে লিখেছেন? উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়।




No comments