সাধারণ জ্ঞান পর্ব-৫
বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনা টিকার নাম কী? উত্তর: বঙ্গভ্যাক্স।
বঙ্গভ্যাক্স মানবদেহে প্রথম পর্যায়ে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে কোন প্রতিষ্ঠান? উত্তর: বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ।
LIED আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী শীর্ষ দূষিত ১০০ শহরের মধ্যে বাংলাদেশের কতটি শহর রয়েছে? উত্তর: ৪টি।
শীর্ষ দূষিত বাংলাদেশের ৪টি শহরের নাম কী? উত্তর: মানিকগঞ্জ (১৬তম), ঢাকা (২৩তম), ঢাকার আজিমপুর (৬০তম) ও গাজীপুরের শ্রীপুর (৬১তম)।
সাড়া জাগানো উপন্যাস 'দ্য ফিজিশিয়ান' এর লেখক কে? উত্তর: মার্কিন ঔপন্যাসিক নোয়াহ গর্ডন।
নোয়াহ গৰ্ডন কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর: ২২ নভেম্বর, ২০২১।
বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য খাদ্য উৎপাদন কত শতাংশ দায়ী?
উত্তর: ৩০ শতাংশ।
১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নায়ক কে ছিলেন?
উত্তর: জন লুইস।
‘শিন বেত’ কোন দেশের নিরাপত্তা সংস্থা? উত্তর: ইসরায়েল।
ওডিআইতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরি করা ক্রিকেটারের নাম কী? উত্তর: শারমিন আক্তার সুপ্তা (১৩০* রান)।
বাংলাদেশ নারী ক্রিকেট ওডিআই দলের বর্তমান অধিনায়ক কে? উত্তর: নিগার সুলতানা।
২০২২ সালে ১২তম ICC Women's Cricket World Cup কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর: নিউজিল্যান্ড।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সর্বোচ্চ দলীয় স্কোর কত? উত্তর: ৩২২ রান (বিপক্ষ- যুক্তরাষ্ট্র)।
শব্দোত্তর কম্পনের শব্দের সাহায্যে ছবি তুলে রোগনির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে? উত্তর: আলট্রাসনোগ্রাফি।




No comments