বাংলাদেশের ভাস্কর্য, ভাস্কর ও অবস্থান
কেন্দ্রীয় শহীদ মিনার
ভাস্কর: হামিদুর রহমান
অবস্থান: ঢাকা মেডিকেল কলেজের পাশে।
উচ্চতা: ১৪ মিটার।
মুজিবনগর স্মৃতিসৌধ
ভাস্কর: তানভীর কবির
অবস্থান: মেহেরপুর জেলার মুজিবনগরে।
অপরাজেয় বাংলা
ভাস্কর: সৈয়দ আব্দুল্লাহ খালিদ
অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে।
উদ্বোধন: ১৯৭৯ সালে।
জাগ্রত চৌরঙ্গী
ভাস্কর: আব্দুর রাজ্জাক
অবস্থান: জয়দেবপুর চৌরাস্তা। নির্মাণ: ১৯৭১ সালে।
সাবাস বাংলাদেশ
ভাস্কর: নিতুন কুণ্ডু অবস্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সংশপ্তক
ভাস্কর: হামিদুজ্জামান খান
অবস্থান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাতীয় স্মৃতিসৌধ
ভাস্কর: সৈয়দ মঈনুল হোসেন অবস্থান: ঢাকার অদূরে সাভার। উচ্চতা: ৪৬.৫ মিটার।
স্বাধীনতা সংগ্রাম
ভাস্কর: শামীম শিকদার অবস্থান: ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষত্ব: দেশের সর্ববৃহৎ ভাস্কর্য।
দুরন্ত
ভাস্কর: সুলতানুল ইসলাম
অবস্থান: শিশু একাডেমি, ঢাকা। বাংলার দুরন্ত নিষ্পাপ শিশুর প্রতীক।
দোয়েল চত্বর
ভাস্কর: আজিজুল জলিল পাশা
অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে।
সংগ্রাম
ভাস্কর: জয়নুল আবেদীন
অবস্থান: সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
ভাস্কর: মোস্তফা হারুন কুদ্দুস (হিলি)
অবস্থান: ঢাকার মিরপুরে।
স্বোপার্জিত স্বাধীনতা
ভাস্কর: শামীম শিকদার অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'র মোড়ে।
মোদের গরব
ভাস্কর: অখিল পাল
অবস্থান: বাংলা একাডেমি প্রাঙ্গনে




No comments