সাধারণ জ্ঞান পর্ব-১
দেশে প্রথমবারের মতো সেরা করদাতার পুরস্কার দেওয়া হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৪ সালে।
১৯৯৪ সালে সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন কে? উত্তর: রংপুরের এক বিড়ি ব্যবসায়ী।
২০০৮ সাল থেকে দেশের শীর্ষ আয়করদাতার নাম কী? উত্তর: কাউছ মিয়া।
কাউছ মিয়া কোন ব্যবসায়ের সাথে জড়িত? উত্তর: জর্দা ব্যবসা।
বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কী?
উত্তর: গ্রেট ব্যারিয়ার রিফ।
ইউনেস্কো কত সালে গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
উত্তর: ১৯৮১ সালে।
শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে কোন জেলায়? উত্তর: শরিয়তপুরে।
নবনির্মিত 'বাংলাদেশ হাউস' কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে।
২০২১ সালে 'বেইলি গিফোর্ড পুরস্কার' লাভ করেন কোন অনুসন্ধানী মার্কিন সাংবাদিক? উত্তর: প্যাট্রিক র্যাডেন কিফ।
কোন গ্রন্থের জন্য প্যাট্রিক র্যাডেন কিফ বেইলি গিফোর্ড পুরস্কার লাভ করেন? উত্তর: এম্পায়ার অব পেন।
কোন চিত্রশিল্পী নিজেকে ‘পটুয়া’ বলে পরিচয় দিতেন? উত্তর: কামরুল হাসান।
সদ্য প্রয়াত কবি আবুল হাসনাত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর: কালি ও কলম।
Sheikh Hasina : The Story of a Blossoming Bangladesh গ্রন্থটির সম্পাদক কে?
উত্তর: ড. মোফাখখারুল ইসলাম।
সংসদীয় সরকারব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের প্রকাশিত নতুন উপন্যাসের নাম কী?
উত্তর: পতন।




No comments