সাধারণ জ্ঞান পর্ব-২
দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ কত তারিখে শনাক্ত হয়? উত্তর: ৯ নভেম্বর, ২০২১।
এখন পর্যন্ত কতটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে? উত্তর: ১১টি।
বাংলাদেশে কত তারিখে করোনাভাইরাসের 'ডেলটা ভ্যারিয়েন্ট’ শনাক্ত করা হয়? উত্তর: ৮ মে, ২০২১।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কী? উত্তর: মোহাম্মদ হানিফ।
মেয়র মোহাম্মদ হানিফ ২০০৬ সালের কত তারিখে মৃত্যুবরণ করেন? উত্তর: ২৮ নভেম্বর।
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’ কোথায় অবস্থিত? উত্তর: সাভার সেনানিবাসে।
১৪ অক্টোবর, ২০২১ সালে বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম কী? উত্তর: HMS Kent
তাইগ্নের বিদ্রোহীরা কোন দেশের সরকারের সাথে সংগ্রামে লিপ্ত? উত্তর: ইথিওপিয়া।
ইংলিশ চ্যানেল কোন মহাসাগরে অবস্থিত? উত্তর: আটলান্টিক মহাসাগরে।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্যদেশ কতটি? উত্তর: ২৭টি।
‘উইঘুর’ মুসলিম সম্প্রদায় চীনের কোন প্রদেশে বসবাস করে? উত্তর: জিনজিয়াং।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত প্রথম ম্যালেরিয়া টিকার নাম কী? উত্তর: RTS,S/AS01 (Mosquirix)
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান ব্যাটারের নাম কী? উত্তর: তারিকুজ্জামান মুনির।
‘ব্লু উলফ অ্যাপ ব্যবহার করে কোন দেশের সেনাবাহিনী? উত্তর: ইসরায়েল।
কোন কাজে ব্লু উলফ অ্যাপ ব্যবহার করা হয়? উত্তর: ফিলিস্তিনিদের মুখমণ্ডল শনাক্তকরণে




No comments