ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
ভাষণ প্রদানের তারিখ: ৭ মার্চ, ১৯৭১ (রবিবার)।
ভাষণ শুরুর সময় বিকেল ৩টা ২০মিনিট।
ভাষণ প্রদানের স্থান: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা (তৎকালীন রেসকোর্স ময়দান)। : ভাষণের ভিডিয়ো রেকর্ড করেন যিনি: আবুল খায়ের, ব্যবস্থাপনা পরিচালক, পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম কর্পোরেশন।
ভাষণটি রেকর্ড করার জন্য তিনি ২০১৪ সালে মরণোত্তর স্বাধীনতা দিবস পদক লাভ করেন।
ভাষণের সাউন্ড রেকর্ডকারী: এ এইচ খন্দকার। : ভাষণের স্থায়িত্ব: ১৯ মিনিট/১৮ মিনিট।
ভাষণের মোট শব্দ: ১১০৮টি।
ভাষণটি অনূদিত হয়েছে: ১২টি ভাষায়।
রেসকোর্সে উপস্থিত ছিল: প্রায় ১০ লাখ মানুষ।
মাইকের নাম: কল রেডি।
ভাষণে যে ৪টি দাবি উপস্থাপন করা হয়।
১. সামরিক আইন প্রত্যাহার করতে হবে। ২. সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে।
৩. গণহত্যার তদন্ত করতে হবে।
৪. নির্বাচিত জনপ্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ভাষণের মূল বক্তব্য: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। : ভাষণের উল্লেখযোগ্য অংশ: রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি: ২০১৭ সালের ৩০ অক্টোবর UNESCO এই ভাষণকে Memory of the World Register এর অন্তর্ভুক্ত করে।
প্যারিসে ইউনেস্কো কার্যালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বেকোভা।
ভাষণটি যে আন্তর্জাতিক গ্রন্থে স্থান পেয়েছে। ব্রিটিশ ঐতিহাসিক জ্যাকব এফ ফিল্ডের ভাষণ সংকলন "The Speech the Inspired History"।
ভাষণটিকে যে ভাষণের সাথে তুলনা করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের গেটিসবার্গ বক্তৃতার সাথে।




No comments